বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : অধিনায়কত্ব ছেড়ে দিলেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (৩ আগস্ট) নাজমুল হাসান পাপন ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। চোখেমুখে তাঁর হতাশাও ছিল স্পষ্ট। মুখে কেবল আলাদা একটা হাসি, হয়তো ক্যামেরার সামনে বলেই। এরপর দিতে হলো কঠিন এক সিদ্ধান্তের ঘোষণা। ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিলেন তামিম ইকবাল। প্রায় চার বছর ধরে গুছিয়ে আনা বিশ্বকাপ নেতৃত্ব স্বপ্ন ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন তামিম। কেন? তিনি বলছেন দলের স্বার্থেই।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার তিনি জানান, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি। ’
আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটি খেলে পরদিন অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। ৫ জুলাইয়ে হওয়া সেই ম্যাচটিই হয়ে থাকল তামিমের শেষ অধিনায়কত্ব করা ম্যাচ। চট্টগ্রামে এই ম্যাচের পরদিনই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেও এক মাসের ছুটি পান দেশসেরা এই ওপেনার।
ছুটি থেকে ফিরে এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তামিমের। এই সময়টায় লন্ডনে গিয়ে পিঠের চিকিৎসা করেন তিনি। ইনজেকশন দিয়ে দুই দেশে ফিরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply