বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : সাম্প্রতিক বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ঘটে যাওয়া কয়েকটি অপরাধের প্রকৃত রহস্য দ্রুততম সময়ে উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারে এয়ারপোর্ট থানা পুলিশ সফলতার পরিচয় দিয়েছেন। এরইধারাবাহিকতায় চোরাই হওয়া ড্রাম ট্রাকটি উদ্ধারসহ চক্রের সক্রিয় সদস্য মোঃ নাজমুল হাসান (২৫) ও মোঃ শরীফ হাওলাদার (২১) কে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মোঃ শামিম শাহ(৪৬), পিতা- আবদুস সালাম শাহ, সাং- ইছাকাঠি, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল একজন ড্রাইভার। অনেক কষ্টে অর্জিত অর্থ পুজি করে একটি ড্রাম ট্রাক ক্রয় করে। তার মালিকানাধীন ড্রাম ট্রাকটি (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ড-১১-২৭৯৬, ইঞ্জিন নং- 483NDAL244669, চ্যাসিস নং- MC223CRC4B1212256 ) ১৫ ডিসেম্বর ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর হাই স্কুল সংলগ্ন ট্রাক টার্মিনালে রেখে বাড়িতে যায়। পরের দিন ১৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে টার্মিনালে এসে তার ড্রাম ট্রাকটি দেখতে পায় না। তার ধারণা উক্ত ট্রাকটি ১৫ ডিসেম্বর রাত ৯টার পর হতে পরের দিন সকাল ৮ টার মধ্যে যে কোন সময়ে চোর চক্র চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজা খুজি করে না পেয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানা একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২, তারিখ- ২১/১২/২৪ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড) করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- মামলা রুজুর পরপরই সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিএমপি, বরিশাল মহোদয়ের দিক-নির্দেশনা ও উপ-পুলিশ কমিশনার (উত্তর), জনাব রুনা লায়লা, বিএমপি, বরিশাল এর পরিকল্পনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকির শিকদার এর সহযোগিতায় এসআই/মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে এয়ারপোর্ট থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরাই দলের সক্রিয় সদস্য ১। মোঃ নাজমুল হাসান(২৫), পিতা- আউয়াল, মাতা- বিউটি বেগম, সাং- পূর্ব রহমতপুর, ২। মোঃ শরীফ হাওলাদার(২১), পিতা- মোঃ হুমায়ূন কবির, মাতা- মোসাঃ ফরিদা বেগম, সাং- পশ্চিম রহমতপুর, উভয় থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল দ্বয়কে গাজীপুর মহানগর গাছা থানা এলাকাধীন ইউনিক গার্মেন্টস এর সামনে হতে ২১ ডিসেম্বর সন্ধ্যায় গ্রেফতার করে তাদের হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া ড্রাম ট্রাকটি উদ্ধার করা হয়। তাদেরকে গাজীপুর মহানগর এলাকা হতে ২২ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় হাজির করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হলে উক্ত আসামীদ্বয় নিজেকে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে অদ্য ২২ ডিসেম্বর বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply