বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : উচ্চ আদালতের নির্দেশের পরও দায়িত্ব বুঝে পাচ্ছেন না পটুয়াখালীর বাউফল উপজেলার সিংহের কাঠি হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল মল্লিক। স্থানীয় এক মহল আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো প্রধান শিক্ষক পদে যাতে দায়িত্ব না নিতে পারেন এজন্য বিভিন্নভাবে তাকে হুমকি-ধামকি দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উচ্চ আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট সাইদুর রহমান সোহেল মল্লিককে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদানের নির্দেশ দেয়। আদালতের আদেশ কার্যকর করতে গত ৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দিতে প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলীকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর প্রশাসনিক কর্মকর্তা এবং ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমান মুন্সী দায়িত্ব বুঝিয়ে দিতে বিদ্যালয়ে যান। কিন্তু চলতি দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। একই দিন দুপুর সোয়া একটার দিকে স্থানীয় মন্টু সর্দার এর নেতৃত্বে কতিপয় উশৃংখল ব্যক্তি বিদ্যালয়ের সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পাশাপাশি সোহেল মল্লিককে কোন ধরনের দায়িত্ব দেওয়া যাবে না এবং এলাকায় তাকে থাকতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করেন তারা। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১৭৮/২৫, তারিখ ৪/৯/২০২৫।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল বাউফল থানায় দায়েরকৃত (৯/২৫) মামলায় জেল হাজতে যান সাইদুর রহমান সোহেল মল্লিক। এরফলে তৎকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সাময়িক দরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক মোঃ মিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে সোহেল মল্লিক জেল হতে জামিনে মুক্তি পেয়ে উচ্চ আদালতে রিট আবেদনের মাধ্যমে স্ব পদে দায়িত্ব পাওয়ার আদেশ পান।
এদিকে, উচ্চ আদালতের নির্দেশের পরেও দায়িত্ব বুঝে না পাওয়ায় প্রধান শিক্ষক বিহীন চলছে হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়টি। এরকম পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সহ লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল। এজন্য বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply