শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

Welcome! Thank you for visiting our newspaper website.
প্রধান সংবাদ :
গৌরনদীতে সম্পত্তি দখলের পাঁয়তারায় চলাচলের রাস্তা কেটে ফেলে নরসুন্দরকে নির্যাতন মানুষ মদিনার ইসলামে বিশ্বাসী, ‘মওদুদীর ইসলামে’ নয় : সালাহউদ্দিন আহমেদ কবে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন পিএস নূরউদ্দিন অপু বাকেরগঞ্জে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বানারীপাড়ায় অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই বরিশালে এখন সাংবাদিকতা মানে চা আর কমিশন! ট্রাম্পের ভাষণের সময় ইসরায়েলের পার্লামেন্টে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি তুলেছেন এমপি আইমান ও কাসিফ দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন তারেক রহমান বরিশাল মৎস্যজীবী দলের সভাপতি রুস্তম আলী মল্লিকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ বরিশালে সুরুজ গাজী হত্যার নেপথ্যে যুবদল নেতা উলফাত রানা রুবেলের চাঁদাবাজির ভাগ-বাটোয়ারা!
আধুনিকায়ন হচ্ছে বরিশাল পুলিশ লাইনস

আধুনিকায়ন হচ্ছে বরিশাল পুলিশ লাইনস

আধুনিকায়ন হচ্ছে বরিশাল পুলিশ লাইনস
আধুনিকায়ন হচ্ছে বরিশাল লাইনস

বিশেষ প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম :  আধুনিকায়ন হচ্ছে বরিশাল পুলিশ লাইনস। পুলিশের কার্যক্রম আরও সহজ ও স্বস্তিদায়ক করতে আধুনিকায়ন হচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের অবকাঠামো। প্রকল্পটি বাংলাদেশ পুলিশ বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বরিশাল পুলিশ লাইনের অবস্থা অত্যন্ত নাজুক। এখানে পুলিশ লাইনসহ অন্যান্য স্থানে পুলিশের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। এ প্রেক্ষিতে পুরাতন অবকাঠামো বাদ দিয়ে নতুন অবকাঠমো নির্মাণ করা প্রয়োজন। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নত অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রশাসনের জন্য অনুকূল কর্ম পরিবেশ সৃষ্টি ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সাধন করা সম্ভব হবে।
বরিশাল মেট্রোপলিটন এবং খুলনা জেলা পুলিশ লাইনস দীর্ঘদিন ধরে নাজুক রয়েছে। এ দু’টি লাইনে নতুন ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি বেশ কিছু সুবিধা বাড়ানো হচ্ছে। এ দু’টি লাইনে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অফিস ভবন, আবাসিক ভবন ও ব্যারাকসহ বিভিন্ন মৌলিক ভৌত অবকাঠামোগত সুবিধা সৃষ্টি করতে ঢেলে সাজানো হচ্ছে।
যার মূল অনুমোদিত প্রকল্পের ব্যয় ছিল ১৫২ কোটি ১০ লাখ টাকা। প্রথম সংশোধিত প্রস্তাবে ব্যয় দাঁড়াচ্ছে ১৫১ কোটি ৬৫ লাখ টাকা। মূল অনুমোদিত প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ছিল জানুয়ারি ২০১৭ থেকে জুন ২০১৯ পর্যন্ত। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে জুন ২০২৩ নাগাদ ।
এদিকে, বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইনসের ভূমি উন্নয়ন কাজ ৫ লাখ ২ হাজার ২১৯ বর্গমিটার, ছয়তলা ভিতের ওপর ছয়তলা বিশিষ্ট কোয়ার্টার ভবন নির্মাণ। ছয়তলা ভিতের ওপর ছয়তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন নির্মাণ ৪ হাজার ৩৫৯ বর্গমিটারের। চারতলা ভিতের ওপর তিনতলা বিশিষ্ট অস্ত্রাগার কমপ্লেক্স নির্মাণ। ছয়তলা ভিতের ওপর ছয়তলা বিশিষ্ট ব্যারাক ভবন নির্মাণ, ছয়তলা ভিতের ওপর চারতলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণ।
তিনতলা ভিতের ওপর সার্ভিস ব্লক নির্মাণ, তিনতলা ভিতের ওপর একটি মসজিদ নির্মাণ করা হবে।
পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন আল রশীদ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল মেট্রোপলিটন এবং খুলনা জেলা পুলিশ লাইনসের অফিস ভবন, আবাসিক ভবন ও ব্যারাকসহ বিভিন্ন ভৌত অবকাঠামোগত সুবিধা সৃষ্টির মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে। বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইনস নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ শর্ত প্রতিপালন সাপেক্ষে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে জানুয়ারি ২০১৭ থেকে জুন ২০২২ এর স্থলে জানুয়ারি ২০১৭ থেকে জুন ২০২৩ বৃদ্ধি করা হয়েছে।

বিএমপি পুলিশের জন্য হচ্ছে নতুন ভবন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এবং খুলনা জেলা পুলিশ লাইন্সের জন্যও হচ্ছে নতুন ভবন। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন জননিরাপত্তা বিভাগের উদ্যোগে নেওয়া “বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন্স নির্মাণ (আন্তঃখাত সমন্বয়কৃত)” শীর্ষক একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের অনুমোদন পেয়েছে।
জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পুলিশ। শুরুতে প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ১৫২ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা কোটি টাকা নির্ধারণ করা হলেও প্রকল্পটির ১ম সংশোধিত প্রস্তাবে ব্যয় কমিয়ে ১৫১ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা স্থির করা হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি ব্যয় না বাড়িয়ে আগামী ২০২৩ সালের ৩০ জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগ ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল জেলা সদর এলাকায় নির্মিত হবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অফিস ভবন। আর খুলনা জেলার খানজাহান আলী উপজেলায় নির্মিত হবে খুলনা জেলা পুলিশ লাইন্সের নতুন অবকাঠামো।
কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এবং খুলনা জেলা পুলিশ লাইন্সের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অফিস ভবন, আবাসিক ভবন ও ব্যারাকসহ বিভিন্ন মৌলিক ভৌত অবকাঠামোগত সুবিধা সৃষ্টি করার উদ্দেশ্যেই “বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন্স নির্মাণ (আন্তঃখাত সমন্বয়কৃত)” শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
এদিকে একনেক সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন্সের কার্যক্রম প্রতিটিতে ১টি করে নিম্নরূপ:
(ক) বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন্সের অংশে ভূমি উন্নয়ন ৫০২২১৯ বর্গমিটার, (খ) ৬ তলা ভিতের উপর ৬ তলাবিশিষ্ট ১২৫০ বর্গফুট, ১০০০ বর্গফুট ও ৮০০ বর্গফুট আয়তনের ৬টি কোয়ার্টার ভবন নির্মাণ (১৫১১৭.০৬ বর্গমিটার), (গ) ৬ তলা ভিতের উপর ৬ তলাবিশিষ্ট মাল্টিপারপাস ভবন নির্মাণ (৪৩৫৮.৯৭ বর্গমিটার), (ঘ) এমটি গ্যারেজ নির্মাণ (৫৫৭.৪১ বর্গমিটার), (ঙ) ৪ তলা ভিতের উপর ৩ তলাবিশিষ্ট অস্ত্রাগার কমপ্লেক্স নির্মাণ (৮৩৬.৪৩ বর্গমিটার), (চ) ৬ তলা ভিতের উপর ৬ তলাবিশিষ্ট ব্যারাক ভবন নির্মাণ (৮৩৬১.২০ বর্গমিটার), (ছ) ৬ তলা ভিতের উপর ৪ তলাবিশিষ্ট অফিস ভবন নির্মাণ (১৩০০.৬৩ বর্গমিটার), (জ) ৩ তলা ভিতের উপর ৩ তলাবিশিষ্ট সার্ভিস ব্লক নির্মাণ (৪১৮.০৬ বর্গমিটার), (ঝ) ৩ তলা ভিতের উপর একতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ (৯২৯.০৩ বর্গমিটার) এবং (ঞ) বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন্সে ২৭৪৬২ বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ করা হবে।
প্রকল্পের মেয়াদ বাড়ানোর কয়েকটি কারণ ব্যাখ্যা করে পরিকল্পনা কমিশন জানিয়েছে, কোভিড-১৯ এর কারণে প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সমাপ্ত করা সম্ভব হয়নি; ভূমি অধিগ্রহণে বিলম্ব; বরিশাল কেন্দ্রে ১০০০ বর্গফুট ও ৮০০ বর্গফুট কোয়ার্টার ভবন দুটির স্থান পরিবর্তন এবং লিফট ক্রয় ও স্থাপন এবং দরপত্র মূল্যায়ন ও অনুমোদনের পর বিদেশ থেকে লিফট সংগ্রহ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা জুন ২০২২ এর মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি বিধায় প্রকল্পটির মেয়াদ ৪র্থ দফায় বাড়ানো হয়েছে।
প্রকল্পটি ২০২২-২০২৩ অর্থবছরের এডিপিতে একটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত প্রকল্প যার অনুকূলে এডিপিতে ১ লাখ টাকা বরাদ্দসহ অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে কমিশন সূত্র।
কমিশন জানিয়েছে, সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ ২ (অধ্যায়-১)-এ জনশৃঙ্খলা ও নিরাপত্তা অংশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং অপরাধমূলক বিচারের উন্নতি বিধান করার জন্য একটি কার্যকরী এবং জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে উল্লেখ রয়েছে যার সাথে প্রকল্পটি সঙ্গতিপূর্ণ।
একনেকে উপস্থাপনের আগে পরিকল্পনা কমিশনের মতামতে বলা হয়েছে, “বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন্স নির্মাণ (আন্তঃখাত সমন্বয়কৃত)” প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল মেট্রোপলিটন এবং খুলনা জেলা পুলিশ লাইন্সের অফিস ভবন, আবাসিক ভবন ও ব্যারাকসহ বিভিন্ন ভৌত অবকাঠামোগত সুবিধা সৃষ্টির মাধ্যমে দাফতরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে। ১৭ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় ২০২১-২২ অর্থবছরের এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত বর্ণিত প্রকল্পটিসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মোট ৩০টি প্রকল্প যথাসময়ে সমাপ্ত করা সম্ভব হবে না বিধায় ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এমন পরিস্থিতিতে প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ কয়েকটি শর্ত প্রতিপালন সাপেক্ষে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে জুন ২০২৩ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবটি একনেক-এর অনুমোদনের জন্য সুপারিশ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©2022-2026 universalnews24.com
Design By Ahmed Jalal.
Design By Rana