শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থী রিয়াজ হোসেন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। রোববার (১৮ আগস্ট) বাদ জোহর জানাজা শেষে তার মরদেহ বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রিয়াজ হোসেনের বড় ভাই রেজাউল করিম মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩১ জুলাই থেকে রিয়াজ সহপাঠীদের সঙ্গে ঢাকায় আন্দোলনে ঝিগাতলা এলাকায় অবস্থান করছিলেন। ৪ আগস্ট সকালে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।
প্রসঙ্গত, নিহত রিয়াজ বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হক রাড়ীর ছেলে। তিনি মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষ বর্ষের ছাত্র ছিলেন। এছাড়া তিনি (রিয়াজ) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply