বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন হরিনি আমারাসুরিয়া। সোমবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে আমারাসুরিয়াকে নিয়োগ দেন। আজ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিথা হেরাথকেও নিয়োগ দেওয়ার ঘোষণা করা হয়। ২৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দিশানায়েকে।
আমারাসুরিয়া তার দলের প্রথম প্রধানমন্ত্রী এবং সিরিমাভো বন্দরনায়েকে ও চন্দ্রিকা কুমারাতুঙ্গার পর তৃতীয় নারী, যিনি লঙ্কান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। খবর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের।
শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২শ ২৯ আসনের মধ্যে অনূঢ়ার বামপন্থি জোট ১শ ৫৯টি আসনে জয় লাভ করেন। আজ শপথগ্রহণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়া বাকি মন্ত্রীদের নাম ঘোষণা করেন দিশানায়েকে।
সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই সামলাচ্ছেন দিশানায়েকে এবং আজ নিজেই জানিয়েছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি থাকবেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply