বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বাউফল : পটুয়াখালীর বাউফলে সাংসদ আ.স.ম ফিরোজের ভাতিজা কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ ওরফে মনির মোল্লার নেতৃত্বে কৃষকলীগ নেতাকে হত্যাচেষ্টায় সন্ত্রাসী হামলা ও তাঁর বসত ঘর ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়। বাউফল থানার ওসি আল মামুন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান খানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়সহ বিভিন্ন সূত্র জানায়, বুধবার (২২ মার্চ) উপজেলার কালাইয়া ইউনিয়নের মার্সেন্টপট্টি এলাকায় সাংসদ আ.স.ম ফিরোজের ভাতিজা মনির মোল্লার নেতৃত্বে পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে আহত করা হয়। এসময় তিনি প্রাণ রক্ষায় দৌড়ে বাসায় ঢুকে। তখন হামলাকারীরা তাঁর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ভুক্তভোগী সূত্রের ভাষ্য, বুধবার (২২ মার্চ) মাগরিব নামাজ শেষে বাসায় যাচ্ছিলেন রেজাউল কামাল পল্টু। এসময় কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির মোল্লার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পথ রোধ করে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে তাঁর ওপর হামলা চালায়। তিনি নিজেকে রক্ষা করতে দৌড়ে নিজের বসতঘরে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা তখন তাঁর বাসায় ঢুকে ভাঙচুর চালায়। তখন তাঁকে রক্ষা করতে তাঁর স্ত্রী এগিয়ে আসলে তাঁকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।
আহত কৃষকলীগ নেতা রেজাউল কামাল পল্টু বলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ওপর হামলার ঘটনায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে আমি অংশগ্রহণ করি। এসময় আমি বক্তব্যে হামলাকারীদের শাস্তি দাবি করি। এর জের ধরে চেয়ারম্যান মনির মোল্লা আমাকে হত্যার উদ্দ্যেশ্যে দলবল নিয়ে আমার ওপর হামলা করে।
আমি জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছি। যেকোন সময় ওরা আমার ও আমার পরিবারের বড় ধরণের ক্ষতি করতে পারে। এজন্য আমি এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের আশু দৃষ্টি কামনা করছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন এইসকল সন্ত্রাসীদের হাত থেকে যাতে রক্ষা পেতে পারি। এবং এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply