বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, মোঃ আলাউদ্দিন মোল্লা, আখতার রহমান সপ্রু, জে কে মুকুল, মোঃ সেকান্দার সিকদার, মোঃ আবুল বাসার আকন, তুষার সেন, জোছনা বেগম, নূর হোসেন হাওলাদার, রুহুল আমিন প্রমুখ।
স্মারকলিপি প্রদান পূর্ব এক সমাবেশে বক্তারা বলেন, ঈদের ১০দিন পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দিতে হবে, পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করতে হবে, লঞ্চ-বাস-রেলসহ যানবাহনের ভাড়া কমাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঈদকে কেন্দ্র করে একদল চাঁদাবাজ পুলিশ, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী, পকেটমার, যানবাহনের মালিক এক হয়ে সাধারণ শ্রমিক যাত্রী সাধারণের টাকা কেড়ে নেয়ার মহা উৎসবে মেতে উঠে। যানবাহন যেমন থাকে না, তেমনি থাকে না নিরাপত্তা। পর্যাপ্ত যাত্রী হলে ভাড়া কমার কথা কিন্তু বাস্তবে যানবাহনের ভাড়া দ্বিগুন, তিনগুন, এমনকি কখনো কখনো সীমাহীন ভাড়া বৃদ্ধি করা হয়। অর্থাৎ মানুষকে ঠেকাইয়া অর্থ আদায় করা হয়। এ বিষয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকার-প্রশাসন যেন অন্ধ বোবা হয়ে যায় তাদের কিছুই বলার ও করার থাকে না। ফেরৎ পথে আরও বেশি বেশি বিড়ম্বনার শিকার হতে হয়। এমতাবস্থায় রাষ্ট্র, পুলিশ, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী কাউকেই খুঁজে পাওয়া যায় না। রাষ্ট্র, সমাজ এবং প্রশাসন মানুষের দুর্যোগের সময় যখন কাজে আসে না তখন একজন দায়িত্বশীল মানুষ হিসেবে লজ্জা ঢাকার আর কোন জায়গা থাকে না। আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং প্রশাসন সঠিকভাবে উদ্যোগ নিলে এই সমস্যা সমাধান কোন কঠিন কিছু নয়।
(১) ঈদ, পূজাসহ ধর্মীয় উৎসবের ১০ দিন পূর্বে শ্রমিক কর্মচারীরা যাতে বকেয়া বেতন-বোনাস পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। (২) লঞ্চ, স্টীমার, বাস, রেলসহ যানবাহনের ভাড়া কমাতে হবে এবং পর্যাপ্ত যানবাহন চালু করতে হবে। (৩) দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ বছরে ৩৬ দিন আইনানুগ ছুটি এবং ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা যাতে পায় তার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৪) জাতীয় মজুরী কমিশন ঘোষণা এবং আই.এল.ও কনভেনশন মোতাবেক অবাধ বা বাধাহীন ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। আইএলও কনভেনশন ১২১ অনুচ্ছেদ অনুযায়ী দুর্ঘটনায় মৃত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। (৫) সাধারণ মানুষের প্রয়োজনীয় দ্রব্যের উপর চাপিয়ে দেয়া ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল, বিলাশ বহুল উন্নয়ন বন্ধ করন এবং আগামী বাজেট যেন শ্রমিক স্বার্থ বিরোধী না হয় তার প্রতি বিশেষ নজর দেয়া।
(৬) ছিনতাই, চাঁদাবাজি, দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং বাড়ী যাওয়া ও কর্মস্থলে ফেরার ক্ষেত্রে বিড়ম্বনা ও নির্যাতন বন্ধ করতে হবে। (৭) দর্জি, প্রেস, দোকান কর্মচারী, সিটি ফল হ্যান্ডিলিং শ্রমিক, সেলস্ ম্যান, রেফকো, কেমিষ্ট, অপসোনিন, এম.ই.পি, সু-ফ্যাক্টরী, বেঙ্গল বিস্কুট টেক্সটাইল, বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীসহ ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের আইনানুগদাবী মানতে মালিকদের বাধ্য করা। (৮) বরিশালে বস্তি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ কর এবং স্ব স্ব স্থানে পুনর্বাসন কর। শ্রমিক কর্মচারীদের রেশন দাও, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পেনশন স্কিমে ষাটোর্ধ শ্রমিক কর্মচারীরা যাতে কিস্তি জমা ছাড়াই পেনশন সুবিধা ভোগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। (৯) ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৬ দফা বাস্তবায়ন সহ দিন মজুরদের সারা বছরের কাজের ব্যবস্থা কর।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply