বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে ভুমিদস্যুদের দফায় দফায় সন্ত্রাসী হামলায় জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছেন কয়েক পরিবার। স্থানীয় মোফাজ্জল হোসেন খান এর পরিবারের ভোগ দখলীয় সম্পত্তি লুটেপুটে নিতে এহেন বর্বর হামলা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, শিকারপুর গ্রামের আরিফ খান, মোহাম্মদ আলী খান,শফিকুল ইসলাম খান, কাওছার খান, রফিক খান, নুরুল আলম খান, নাইম খান, জব্বার খান এলাকায় দখল সন্ত্রাসের মাধ্যমে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে আসছে। জোরপূর্বক অন্যের সম্পত্তি দখলে নিতে অস্ত্রের মহড়া দিয়ে সন্ত্রাসীরা বসতঘরে হামলা চালিয়ে আসছে। এলাকায় নারী-পুরুষদের মাঝে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে।
সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে আরিফ খান, মোহাম্মদ আলী খান,শফিকুল ইসলাম খান, কাওছার খান, রফিক খান, নুরুল আলম খান, নাইম খান, জব্বার খান, খাদিজা বেগম, বিউটি বেগম, সালমা বেগমসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে পরিকল্পিতভাবে মোফাজ্জল হোসেন খান (৫৬) কে রামদা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে ওই বৃদ্ধ’র হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত মোফাজ্জল হোসেন খান জানান, তিনি স্থানীয় ইউপি সদস্য মোঃ হানিফ হাওলাদারের বাড়ির সামনে পৌঁছামাত্র হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। এবং বসতঘর ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে ওই সন্ত্রাসীরা। তিনি বলেন, একাধিক মামলা চলমান থাকার পরেও আমাদের শেষ সম্বল ভিটেমাটি দখল করার জন্য আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে আসছে ওই ভুমিদস্যু সন্ত্রাসীরা।
এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এজন্য ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply