বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর : ওলামা মাশায়েখ ও সুধীজনের সম্মানে ইমাম ওলামা ঐক্য পরিষদ উজিরপুর পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পৌর শাখা সভাপতি মাওলানা আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নকীব হাসান শেখ কাসেমাবাদী এর সঞ্চালনায় মঙ্গলবার (২৫ মার্চ) বি এন খান ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে দেশের জনগণের শান্তি কামনা ও ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তব্য রাখেন- উজিরপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারী, বি এন খান ডিগ্রী কলেজের অধ্যাপক মাওঃ আবুল বাসার, ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাওঃ আব্দুল হক, আল ইসরা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মওলানা সিরাজুল ইসলাম, ইমাম ওলামা ঐক্য পরিষদের ইমাম কল্যান সম্পাদক মাওঃ মনিরুল ইসলাম, আননুর ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওঃ সিরাজুল ইসলাম, ইমাম ওলামা ঐক্য পরিষদের স্বেচ্ছাসেবক বিষয়ক পরিচালক মাও ডিএম আল-আমিন, টেম্পুষ্ট্যান্ড জামে মসজিদের সভাপতি মোঃ ফজলুল হক, শেখেরবাগ জামে মসজিদের সহ-সভাপতি মোঃ নুরুল আমিন বালী, সরদার বাড়ী জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল হান্নান, ইসলামী ক্যাডেট একাডেমীর মুহতামিম মুফতি আব্দুল আজিজ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply