বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : দেশে বর্তমানে পাকা দালান বা গৃহ নির্মাণে বহুল ব্যবহৃত পোড়ামাটির ইটের চেয়ে কংক্রিটের ব্লক অনেক সাশ্রয়ী হওয়ায় ব্লক ব্যবহারে আগ্রহ বাড়ছে। এরইধারাবাহিকতায় বরিশালের উজিরপুরের ইছলাদী সংলগ্ন রাখালতলা এলাকায় ইটভাটার বদলে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব মের্সাস আভা কংক্রিট ব্রিকস এন্ড ব্লক ফ্যাক্টরী। পরিবেশ রক্ষা ও সাশ্রয়ী মূল্যে অবকাঠামো নির্মাণে ইটভাটার বদলে কংক্রিট ব্লকের ব্যবহার ক্রমেই বেড়ে চলছে।
মের্সাস আভা কংক্রিট ব্রিকস এন্ড ব্লক ফ্যাক্টরীর দায়িত্বশীরা বলছেন-
(১) ব্লক পরিবেশ বান্ধব ও মজবুত গাথনী
(২) খরচ কমায় ও সময় বাঁচায়
(৩) ভূমিকম্প সহনশীল
(৪) ওজনে হালকা তাপ ও শব্দ প্রতিরোধক
(৫) দেয়াল না কেটেই ইলেকট্রিক্যাল ও স্যানেটারী পাইপ বসানো সম্ভব।
(৬) কংক্রিট ব্লকে লোনা ধরে না, ঘামে না, ড্যাম্প হয়না বলে এটি দীর্ঘস্থায়ী হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply