বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে জোড়া খুনের ঘটনায় নিহত আ’লীগ নেতা ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে সোমবার রাতে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। একইরাতে অভিযান চালিয়ে কবির বিশ্বাস (৩৫) নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিন হাওলাদার, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ কিবরিয়া হাওলাদার, সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, উজিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদার, সাতলা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কবির বিশ্বাসসহ ২৬ জন এজাহারভূক্ত ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (২৪ আগস্ট) দিনগত মধ্যরাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ফিড ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সমান গনি সাগর (৩০) এর মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পশ্চিম সাতলা ২ নম্বর ওয়ার্ডে ফিরছিলেন। পথিমধ্যে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ইদ্রিসকে কুপিয়ে ও পায়ের রগ কেটে দেয়। এ সময় সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগ রাত পৌনে দুইটার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যান। ২৫ আগষ্ট বেলা ১১ টার দিকে মোটরসাইকেল চালক সাগর হাওলাদারকেও কর্তব্যরত ডাঃ মৃত ঘোষণা করেন।
নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার বলেন, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের সঙ্গে মাছের ঘেরে নিয়ে ইদ্রিসের বিরোধ ছিল। তিনি বলেন, গত ১৭ মার্চ রাতে ইদ্রিসের মালিকানাধীন মাছের ঘের, মুরগির খামার, পানি সেচ পাম্পে অগ্নি সংযোগের ঘটনায় ইদ্রিস সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন ও তার চাচাতো ভাই আসাদসহ ৪০-৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন চেয়ারম্যান শাহিন হাওলাদার ও আসাদ হাওলাদার গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁরা জামিনে মুক্তি পান।তার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে মামলার ১৮ নং আসামি কবির বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply