বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
এমদাদুল কাসেম সেন্টু, ইউনিভার্সেল নিউজ, উজিরপুর : দীর্ঘ সাড়ে ৬ বছর পর নিজ এলাকায় ফিরেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, উজিরপুর-বানারীপাড়ার সংসদ প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষা অনুরাগী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজধানী ঢাকা থেকে নিজ এলাকায় তিনি ফিরেছেন।
এস সরফুদ্দিন আহমেদ সান্টুর আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে। তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল-ইচলাদী, শিকারপুর বন্দরসহ মহাসড়কের বিভিন্নস্থানে হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হয়। এসময় ফুলে ফুলে সিক্ত হন সরফুদ্দিন সান্টু। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নেতা সান্টুর সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েল।

উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন,ছরোয়ার হোসেন, আসাদুজ্জামান বাদশা, রফিকুজ্জামান লিটন, মোঃ শাহিন সিকদার, ইকবাল বাহার মোল্লা, আজিজ মোল্লা, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস বালী, আঃ রাজ্জাক সরদার, হেমায়েত উদ্দিন খলিফা, শরিফুল ইসলাম বাবুল খলিফা, নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা বিএনপির সভাপতি মাকসুদা আক্তার শিল্পি, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা,সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারা, উপজেলা যুব দলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,সদস্য সচিব মোঃ পনির খান,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হোসেন হাওলাদার, সদস্য সচিব জুম্মান হোসেন মোতালেব, উপজেলা কৃষক দলের আহবায়ক ফায়জুল হক রাঢ়ী, সদস্য সচিব সপন মল্লিক, পৌর কৃষক দলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলায়মান হোসেন হাইয়ুম খান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আকাশ বালী, বরিশাল জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফাউল সরদার সম্রাট, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন, সদস্য সচিব মুরাদ রনি, পৌর ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন বেপারী। এছাড়া বামরাইল ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জিয়া আমিন রাড়ীর পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। গুঠিয়া ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানান গুঠিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফুলেল শুভেচ্ছা সিক্তকালে বিএনপি নেতা সরফুদ্দিন আহমেদ সান্টু নেতাকর্মীদের সকল ধরণের হামলা-ভাঙচুরসহ প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, সবাইকে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। যারা অন্যায়-অপকর্মমূলক কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাইনুল হক বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু। আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগে মামলা করার পর তিনি দেশ ছাড়েন। তিনি নিজ এলাকায় ফিরে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন বাসভবনে অবস্থান করছেন।
কর্মীদের ভাষ্য, বিএনপি নেতা সরফুদ্দিন আহমেদ সান্টু এলাকায় ফিরে আসায় দলের মধ্যে একটি শৃঙ্খলা ফিরবে। একই সাথে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব ফিরে আসবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে উজিরপুর বানারীপাড়া আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের ভোট ডাকাতির কারণে তৎকালীন সময়ে তিনি ভােট বর্জন করেন। আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে বিদেশে অবস্থান করেছিলেন। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। কয়েকদিন আগে সরফুদ্দিন সান্টু দেশে আসেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply