বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর : বরিশালের উজিরপুরে শিক্ষিকা ও আইনজীবী দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময় পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের উজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাদিরা সুলতানা লাভলী ও অ্যাডভোকেট আমির হোসেন মিয়ার দোতল ভবনে এই চুরি হয়। তখন পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। আর তাদের একমাত্র কন্যা কানাডা প্রবাসী হওয়া সেখানে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী পরিবার সূত্র বলছে, প্রধান গেট ও দরজার লক ভেঙে চোরচক্র বাসার ভেতর প্রবেশ করে। এরপর তারা আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ পাঁচ লাখ টাকা কিছু ডলার, ভিসাসহ পাসপোর্ট, ক্যামেরাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরি করে নেয় চক্রটি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে যেটুকু বোঝা গেছে, ওই দম্পতি বাসায় থাকতেন না বিষয়টি দুষ্কৃতকারীরা জানতো। সেই সঙ্গে তারা বাসার প্রধান দরজা তালাবদ্ধ করলেও চাবি আশপাশেই রেখে যেতেন। এসব দুর্বলতার কারণে দুষ্কৃতকারীরা সুযোগ পেয়েছে। লিখিত পেলে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply