বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেল ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এবং আহত আরেক যুবক গুরুতর আহত হন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উজিরপুর টু শাতলা সড়কের পরমানন্দশাহ গ্রামের শহিদ ফকিরের ইটভাটার সামনে মোটরসাইকেল ও মাহেন্দ্রার সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এদিকে, সড়ক মর্মান্তিক দুর্ঘটনায় জহিরুল ইসলাম স্বপনের অকাল মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।
প্রত্যক্ষদর্শী সূত্রগুলো বলছে, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মোটরসাইকেলযোগে উজিরপুর ৫ নং ওয়ার্ডের মোবারক হাওলাদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম স্বপন (৩৫) ও বামরাইল গ্রামের মৃত: মোঃ রুহুল আমিন রাড়ীর ছেলে মোঃ জসিম রাড়ী (৩৪) ডাবেরকুল যাওয়ার সময় পরমানন্দশাহ নামকস্থানে মাহিন্দ্রার সজোরে আঘাত লাগলে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরতর জখম হন। স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে জহিরুল ইসলাম স্বপন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। আহত জসিম বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply