বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর, ইউনিভার্সেল নিউজ : : বরিশালের উজিরপুর উপজেলার রামেরকাঠী গ্রামে সুদের টাকার জন্য এক দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সুদ ব্যবসায়ী বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের মৃত নিরঞ্জন হালদারের ছেলে নিতাই হালদার(৪০),ওই এলাকার মৃত নির্মল সরকারের ছেলে নিপেন সরকার(৩৫) এর কাছ থেকে কয়েক মাস পূর্বে ২০ হাজার টাকা সূদে এনে ব্যবসা করতেন। কিন্তু সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় দিনমজুর নিতাই হালদারের বাড়িতে ঢুকে সুদের টাকার জন্য কয়েক দিন ধরে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে গত ৩০ আগষ্ট শুক্রবার সকাল ১০ টার দিকে নিপেন সরকার বাড়ির সন্নিকটে তার বড় ভাইয়ের চায়ের দোকানের সামনে দিনমজুর নিতাই হালদারকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতকে পরিবারের লোকজন উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় আহত নিতাই হালদার সাংবাদিকদের জানান,সুদের টাকায় জন্য আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়দের সহায়তায় অল্পের জন্যে প্রানে বেঁচে যাই। এছাড়া আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে বীরদর্পে চলে যায় সুদ ব্যবসায়ী নিপেন সরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে আহত জানান, মামলা দায়ের করা হবে। অভিযুক্ত নিপেন সরকার জানান,আমরা একই এলাকায় বসবাস করি, পাওনা টাকা নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় ভাবে মিমাংসা করা হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply