বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি : মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী এ্যডভোকেট শম রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিতেহবে। করোনাকালীন দুটি বছর দেশের উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি হয়ে ছিল তা কাটিয়ে উঠার জন্য সময়েরপ্রয়োজন। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যধাগ্রস্ত হবে। যা বিগত দিনে হয়ে ছিল। বিএনপি জোট সরকার সাধারন মানুষের জন্য আওয়ামীলীগের সরকারের প্রতিষ্ঠিত করা কমিউনিটি ক্লিনিক তারা বন্ধ করে দিয়ে ছিল। তিনি শুক্রবার সকালে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী একতার হাটে এক উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা আছেন বলে আজ আমরা উন্নতশীল দেশে পরিনত হতে যাচ্ছি। বিভিন্ন বড় বড় প্রকল্পের কথা উল্লেখ করে বলেন এসব কাজের অগ্রগতি যাতে বন্ধ না হয় সেজন্য আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।
ইউনিয়ন চেয়ারম্যানসাইদুররহমানেরসভাপতিত্বে সভায়আরো বক্তৃতাকরেন, উপজেলাপরিষদের চেয়ারম্যানআব্দুলহক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মহব্বত আলী প্রমুখ। মন্ত্রী এরপর বলদিয়া ইউনিয়ন পরিষদ অফিস-কাটাখালীহাট -ডুবি- চৌদ্দরশি বাজার সংযোগ সড়ক, ইন্দেরহাট –জিলবাড়ী ভায়া বিন্না বাজার সড়ক নির্মান কাজের ও সেহাংগলআর,এইচ,ডি- শশীদ বাজার ভায়া কুহুদাসকাঠি এবং অশত্থকাঠী সড়ক উন্নয়ন করন কাজের উদ্বোধন, সেহাংগলে মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ও মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় তার সাথে ছিলেন, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা ও নেছারাবাদ থানার ওসি মো. সরওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply