বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, শান্তিপূর্ণ উৎসবমুখর ভোটের পরিবেশ আয়োজনে আমরা বদ্ধপরিকর। ইভিএম নিয়ে কোনো প্রার্থীর যেন ভ্রান্ত ধারণা না থাকে। মঙ্গলবার (৯ মে) দুপুরে বরিশালের স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
ইসি হাবিব বলেন, আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন কোনো ধরনের পক্ষপাতমূলক হবে না। ইভিএমে ভোট অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করতে মাঠ কর্মকর্তাদের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply