বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আবু জাফর (৮২) মারা গেছেন। শুক্রবার (০৬ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
লোক সংস্কৃতি গবেষক, লেখক ও বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়া। “তিনি বাংলা গানের ইতিহাসে অভিনব বাণী ও সুর সংযোজন করেছেন। তার অবদানের তুলনায় তাকে মূল্যায়ন করা হয়েছে খুবই কম।” রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর।
তার রচিত সাড়া তোলা দেশাত্মবোধক গান ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।
এই গীতিকারের অন্যান্য গানের মধ্যে রয়েছে ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’।
নিজের রচিত ও সুর করা অধিকাংশ গানে তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন। তার সঙ্গে যুগল গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ও তার প্রাক্তন স্ত্রী ফরিদা পারভীন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply