বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাতে এশিয়া কাপের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে পড়েছেন ভারতের এই স্পিনিং অলরাউন্ডার। জাদেজাকে না পাওয়ার কথা বিবৃতি দিয়ে শুক্রবার জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তার জায়গায় আরেক স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলে যোগ করেছে তারা। এরফলে সুপার ফোরের আগে বড় ধাক্কা খেলো ভারতীয় দল।
পাকিস্তানের বিপক্ষে জয়ের মঞ্চ গড়তে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাদেজার। ২৯ বলে ৩৫ রান করেছিলেন। হংকংয়ের বিপক্ষেও বল হাতে ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। স্বাভাবিকভাবে তার ছিটকে যাওয়া ভারতীয় শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ওই জায়গায় অক্ষর প্রায় জাদেজার মতোই অলরাউন্ডার। বামহাতি ব্যাটিংয়ের সঙ্গে বামহাতি ইকোনমিক্যাল বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন। আগেও সিনিয়রদের অবর্তমানে দায়িত্ব পালন করেছেন। তবে জাদেজার মতো কতটুকু প্রভাবক ভূমিকা পালন করতে পারবেন, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে, এশিয়া কাপের সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ আগামী রোববার। পাকিস্তান-হংকংয়ের শুক্রবারের ম্যাচে জয়ী দল খেলবে তাদের বিপক্ষে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply