বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টাোয়েন্টিফোর ডটকম : চলতি বছরেও এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। চলতি বছর ৮৭ দশমিক ৭১ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ।
পূর্ণাঙ্গ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছে বড় ব্যবধানে। জিপিএ-৫ পাওয়া ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২১ জন ১৫৬ ছাত্র; আর ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছাত্রী। সেই হিসেবে ২৭ হাজার ২৯০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
গত বছর এ পরীক্ষায় ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
গত পাঁচ বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। গত বছর ছাত্রীদের পাসের হার যেখানে ৯৪ দশমিক ৫০ শতাংশ ছিল; ছাত্রদের মধ্যে পাস করেছিল ৯২ দশমিক ৬৯ শতাংশ।
এদিকে, এবারও বরিশাল বোর্ডে এগিয়ে রয়েছে মেয়েরা। বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। গত বছরগুলোর ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঘোষিত ফলাফল অনুযায়ী, বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ১৬ ও ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ। পাশাপাশি ছয় হাজার ১৮৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং তিন হাজার ৮৮১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা। বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার এক হাজার ৪৬৪টি স্কুল থেকে ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী ১৮৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। এরমধ্যে ছেলেদের সংখ্যা ছিল বেশি।
এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৪৯টি বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০০ শতাংশ শিক্ষার্থীরা পাস করেছে। সোমবার (২৮ নভেম্বর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, বোর্ডের আওতাধীন এক হাজার ৪৬৪টি বিদ্যালয়ের মধ্যে ১৪৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ১০০ শতাংশ পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪০টি, ভোলায় ৩৩টি, পিরোজপুরে ৩২টি,বরগুনায় ২০টি, ঝালকাঠিতে ১৩টি ও পটুয়াখালীতে ১১টি বিদ্যালয় রয়েছে। তিনি জানান, বোর্ডের আওতায় ছয় জেলায় এক হাজার ২৯৮টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে এবং ১০০ শতাংশের নিচে পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ১৭টি বিদ্যালয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply