শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
গৌতম কুমার, স্বরূপকাঠি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন- আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, শোষণমুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই । এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করবে। আমরা ফ্যাসিবাদদের মতো কোথাও পালিয়ে যাবো না। এ দেশ আমাদের, আমরা সকলে মিলেমিশে বাংলাদেশ গড়ে তুলবো। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জগন্নাথকাঠি বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংক্ষিপ্ত পথ সভার বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “জাতি,ধর্ম,বর্ণ নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাইনা। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস, চাদাবাজ, র্দুনীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি”।
এ সময় শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ সাঈদী। এবং শামীম সাঈদী সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো জহিরুল হক, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মোঃ আবদুল রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জহিরুল ইসলাম, মো: জালিস মাহমুদ প্রমুখ।
এরপর উপজেলার ঐতিহাসিক ছারছিনা দরবার শরীফে গিয়ে মাজার জিয়ারত করেন জামায়ের আমির। এবং দরবারে সকলের সাথে কুশল বিনিময় শেষে বানারীপাড়া উপজেলার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply