বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
পাহারাদার সাবধান
<শওকত সোহাগ> :
অন্ধকারের সিড়ি বেয়ে বেয়ে রাত আসে
নিকষ কালো রাত… আর
নির্বোধ পাহারাদার তামাশায় পার করে আসক্ত সময়
স্বেচ্ছায় হীণস্বার্থে বিলিয়ে দেয় আমাদের জমিন।
আমার বাগান বিলাসে সারি সারি নয়নতারা রজনীগন্ধা
কৃষ্ণচুড়া আর লাল গালিচা
পাহারাদার সাবধান হও।
হায়েনাকে বন্ধু ভেবে কুঞ্জে ঠাই দিয়ো না
বিশ্বাসের অমর্যাদা করোনা।
স্বপ্নের সাথে প্রতারণা তোমাকে মানায় না
সভ্যতার হাতেখড়ি ভেবে পিতামহের স্মৃতির আম্র কাননে
ল্যাম্পপোস্টের কালো ছায়া
সত্যিই অসহ্য…
—————
ঢাকা।
৩০.০১.১৭
——————–
আমারও ইচ্ছে করে
<শওকত সোহাগ> :
জানো বন্ধু, আমারও ইচ্ছে করে তোমার মত অবিরত লিখে যাই
প্রজাপতির ডানায় খৈ ফোটাই ইচ্ছের রঙ বেরঙয়ে
ইচ্ছে করে সহোদর বোনের লাল টুকটুকে স্বপ্ন
কিনে ফিরে আসি নিজের গায়ে।
ইচ্ছে করে মিছিলের অগ্রভাগে শক্তভাবে চিৎকার করে বলি
এ আমার বাংলাদেশ।
ঝাঁকড়া চুলের অদম্য তীর্থ মুষ্টবদ্ধ হাতে যখন মিছিল করে
ইচ্ছে করে ওর হাতে তুলে দেই
একখানা লাল বই ।
বন্ধু তুমি হয়ত অবাক হবে না, ওই যে লোকটা তাবিজ
কবজের ভন্ডামি করত সে এখন বুজুর্গ আর
পাড়ায় পাড়ায় মানবতার ফেরিওয়ালা
একি হয় বন্ধু।
তুমিতো জানো রক্তের উৎসবে ওদের বারণ নেই
হোলিতে ওদের অশুচি ।
তাইতো বন্ধু ইচ্ছে করে তোমার মতই
কাগজে আর কালিতে মিশে যাই
বুড়িগঙ্গায় ফিরিয়ে আনি স্বচ্ছ পানি প্রবাহ
মেঘের মত উন্মুক্ত বক্ষে বাধাহীন ছুটে চলি
গিরি পথের ওপারে
যেমনটা তুমি চাও ।
………
ঢাকা
২৯.০১.১৭
———————-
মানুষের মিছিলে অধিকারের স্লোগান
<শওকত সোহাগ> :
কবিতা কোথায় তোমার বসতভিটা
আবর্জনায় পূর্ণ স্যাঁতসেঁতে
ভাগাড়ে এক খন্ড ছেঁড়া রুটি নিয়ে
পাঁচ টোকায়ের আজন্ম অধিকার।
আমি কৃষকের নবান্নের হাসি
জেলের মাছ ভর্তি নৌকার পাটাতন।
শ্রমিকের ঘামগন্ধ শাবাল
গিরীন্দ্র হতে সুন্দরবন
গোকুল হতে বেথেলহাম
পূর্ণ জোয়ারের মেঘনা যমুনায়।
আমি মানুষের মিছিলে অধিকারের স্লোগান ।
বিজন বনে সুন্দরীর শ্বাসমূল
আমি জন্ম নিই প্রয়োজনে
অধিকারে দ্বন্দ্বে বেড়ে উঠে আমার শরীর
আমি দ্রোহের লাভায় পুড়ে করি অঙ্গার
সারি সারি লালগালিচা।।
————–
ঢাকা
২০.০১.১৭।
———————-
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply