বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন কবির মন্টু বুধবার (২৮ আগস্ট) সকাল ৮ টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত জটিল রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, ঢাকা মহানগর কমিটির পক্ষে সম্পাদক কমরেড ইকবাল কবীর এক শোক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, কমরেড হুমায়ুন কবির মন্টুর মৃত্যুতে পার্টির পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবার ও পার্টি কমরেডদের প্রতি সমবেদনা জানাই। তাঁর পৈতিৃক নিবাস বরিশালের উজিরপুর উপজেলার প্রমোদশাহ গ্রামে। তিনি প্রায় ১৫/১৬ বছর যাবৎ পার্টির সাথে যুক্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। পার্টি নির্দেশিত শ্রমিক-কৃষকসহ মেহনতি জনগণকে সংগঠিত করার কাজে আমৃত্যু নিষ্ঠার সাথে নিয়োজিত ছিলেন। বরিশালে থাকাকালীন সময়ে তিনি শ্রমিক ও কৃষক-খেতমজুরদের সংগঠিত করার দায়িত্ব পালন করেছেন। ঢাকায় আসার পর থেকেই তিনি শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর সাথে যুক্ত থেকে সক্রিয়ভাবে শ্রমিকদের সংগঠিত করার কাজ করেছেন। তিনি বলেন, কমরেড মন্টুর মৃত্যুতে আমাদের পার্টিসহ এদেশের শ্রমিক—কৃষকসহ মেহনতি জনগণের সংগ্রামে অপূরণীয় ক্ষতি হলো। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়। তাঁর মরদেহ নিজ বসস্থান বরিশালে সমাহিত করা হবে। সর্বহারা বিপ্লবের অগ্রণী যোদ্ধা কমরেড হুমায়ুন কবির মন্টু লাল সালাম।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সুত্রাপুর শাখার সদস্য কমরেড হুমায়ুন কবির মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার। বিবৃতিতে বলা হয়, তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারবর্গ এবং স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এদিকে, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মোজাম্মেল হক খান ও সাধারণ সম্পাদক শামীম ইমাম এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার- সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। লাল সালাম কমরেড মন্টু। আপনি বেঁচে থাকবেন আমাদের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে।
অপরদিকে, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন শোক বার্তায় বলেছেন, সহযোদ্ধা বড়ভাই মোঃ হুমায়ুন কবির (মন্টু) আমাদের ছেড়ে অকালেই চলে গেলেন। তাঁরমত একজন সুহৃদের মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। অনেক অনেক শ্রদ্ধা থাকবে, সব সময়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply