বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি হন। তার এই পরিবর্তনের পর থেকে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি হয়। দুপুরে তাকে ঝালকাঠি আদালত প্রাঙ্গণে আনা হলে বিএনপির নেতাকর্মীরা শাহজাহান ওমরের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। সাবেক এই আলোচিত সাংসদকে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়ে মারা হয়। এরআগে বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ নয়জনকে আসামি করে একটি মামলা করেন।
বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে আসছেন- এমন খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবীনে হামলা করেন। এসময় ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করা হয়।
পেংরি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান ওমরের গাড়িতে করে বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে পেংরি এলাকায় ঢুকলে তার গাড়ি গতিরোধ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এরপর গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তাকে গালাগাল করে গাড়ি থেকে নামানোর চেষ্টা বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় থানা ঘিরে রাখেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে তাকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কাঁঠালিয়া) আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাহজাহান ওমরের বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছেন। মীর জাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন শাহজাহান ওমর। তিনি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। দলটির এমন শীর্ষ পর্যায়ে থেকে গত জানুয়ারির সংসদ নির্বাচনের আগমুহূর্তে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন তিনি। এরপর বিএনপির পদ হারান তিনি। আর তার ওপর ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply