বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের শুক্রবার থেকে ঢাকার কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের কেবল ২৭ ডিসেম্বর শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধ রক্তক্ষয়ী সংঘাতের রূপ পাওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ দেয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মাওলানা সাদ গ্রুপের অনুসারিগণকে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাওলানা জোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারের আদেশ অমান্য করে ওনারা (সাদপন্থীরা) যদি জমায়েত করেন বা কোনো ঝামেলা সৃষ্টি হয় এর দায়ভার তাদের নিতে হবে। গত কয়েকদিন আগেও টঙ্গীতে সাদপন্থীরা পরিকল্পিত হামলা চালিয়ে আমাদের সাথী ভাইদের শহীদ করেছে। সাদপন্থীরা তাদের সব অনুসারীদের টঙ্গীতে জমায়েত হতে নির্দেশ দেয় এবং সঙ্গে টর্চ লাইট রাখতে বলে। এই যুগে টর্চ লাইট কেন রাখতে বলবে। নিশ্চয়ই তাদের পরিকল্পনা ভালো ছিল না, রাতের আধারে কিছু করবে দেখে তারা এই কথা বলেছিল। এই হামলার দায়ভারও তাদের নিতে হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply