বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : প্রশ্নপত্রের ত্রুটির কারণে কারিগরি বোর্ডের এইচএসসির স্থগিতকৃত বাংলা-১ (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি (বিএমটি/বিএম) বাংলা-১ (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি শুক্রবার (১৮ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১)–এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগের সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১) পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply