বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : কীর্তনখোলা-১০ লঞ্চের মাস্টার শুক্কুর আলী ও ম্যানেজার বিল্লাল হোসেনকে আগামীকাল সোমবার দুপুরের মধ্যে মুক্তির দাবিতে আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। আজ রোববার (০৮ জুন) সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাটে এক বিক্ষোভ কর্মসূচীতে এই হুশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় লঞ্চঘাটে গিয়ে শ্রমিকরা লঞ্চ চলাচল বন্ধের ডাক দেন। পরবর্তীতে জেলা প্রশাসক আশ্বস্ত করলে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়। এরপর নৌযান শ্রমিকরা আগামীকালের মধ্যে লঞ্চের ম্যানেজার ও মাস্টারকে মুক্তি দিতে সময়সীমা বেধে দিয়ে কর্মসূচী শেষ করেন।
বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল শাখার সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক নেতা তুষার সেন প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার সকালে কীর্তনখোলা-১০ লঞ্চ বরিশাল নৌবন্দরে পৌঁছার পর যাত্রীদের সঙ্গে লঞ্চ কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছে। তখন কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। লঞ্চের মালিক ফেরদৌস দলবলসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসাদচরণ করেন। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে শুক্রবার রাতে মামলা করেন কোষ্টগার্ডের কনটিনিজ কমান্ডার শাহজালাল। এ ঘটনায় কীর্তনখোলা-১০ লঞ্চের ম্যানেজার মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাস্টার শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে লঞ্চটির রুট পারমিট স্থগিত আদেশ জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply