বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটায় ঝিলিক নামের আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ওই নারীকে রুম চেক আউটের জন্য ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ওই পর্যটককে হোটেলের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
হোটেল সূত্র বলছে, শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে সুজন (৩২) ও অজান্তা বেগম (২৭) নামে দুইজন হোটেল ঝিলিকের ২০৪ নম্বর রুম ভাড়া নেন। সারাদিন তারা হোটেল অবস্থানসহ বাইরেও ঘোরাঘুরি করেন। স্বামী পরিচয় দেওয়া সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিষ্ট্রারে উল্লেখ রয়েছে।
হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, শনিবার সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদেরকে ফোন দেওয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পওয়া যায়নি। রুম ভিতর থেকে তালা লাগানো থাকায় আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেই, পরে পুলিশ এসে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ নারী পর্যটকের মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, স্বামীর পরিচয় দেওয়া সুজনকে পাওয়া যায়নি। ওই রুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামাকাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। হোটেল রেজিষ্ট্রিকৃত নাম-পরিচয় নিয়ে আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply