বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের মেয়ে কৃষ্ণা-সাবিনাদের লড়াইয়ে একের পর এক কুপােকাত হচ্ছে প্রতিপক্ষরা। বলা যায়, কৃষ্ণা-সাবিনাদের ফাইনালে ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র। ভুটানের অধিনায়ক পেমা ছোদেনের আশংকাই সত্যি হচ্ছে। একপেশে ম্যাচের শঙ্কা করেছিলেন তিনি। সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই ভূটানের বিপক্ষে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। এরইধারাবাহিকতায় ১ মিনিট ৩৪ সেকেন্ডেই গোল পেয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। মনিকা চাকমার থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিরাত জাহান স্বপ্না।
১৭তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে দূরূহ কোণ থেকে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। মাঝমাঠের একটু উপর থেকে নিখুঁত ক্রসে এই গোলের সুর বেঁধে দিয়েছিলেন মারিয়া মান্ডা। ৩০তম মিনিটে মনিকার আড়াআড়ি ক্রসে কৃষ্ণার হেড এক ড্রপ খেয়ে জালে জড়ালে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।
পাঁচ মিনিট পর মনিকার থ্রু পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। তিনি স্লাইড করার পর ঋতুপর্ণার পায়ে লেগে বল তার সামনেই পড়ে। বাঁ পায়ের নিচু শটে ফাঁকা পোস্টে বল জালে জাড়ান এই ফরোয়ার্ড।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply