বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, হাসান মাহমুদ, গৌরনদী : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেছেন, কেউ অত্যাচার নির্যাতন করতে চাইলে তাদেরকে বেঁধে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন আমি আপনাদের সাথে আছি। রোববার (২৫ আগস্ট) দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডে পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে পথসভায় তিনি আরও বলেন, আমি আপনাদের সেবা করতে এসেছি। আপনাদের পাশে থাকতে চাই।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দীর্ঘদিন পর এলাকায় আসা কারাবরেণ্য কেন্দ্রীয় বিএনপির নেতাকে জেলার প্রবেশদ্বার গৌরনদীর ভূরঘাটায় ফুল দিয়ে বরণ করেন শত শত নেতাকর্মীরা। এরপর বহর নিয়ে উপজেলার বিভিন্ন বাসষ্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত পথসভা করেন।
পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী গৌরনদী কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্সেদ মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সভাপতি জামাল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply