সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ‘বিশ্বনবী’ গ্রন্থের অমর রচয়িতা, ঔপন্যাসিক, গীতিকার, প্রাবন্ধিক, অনুবাদক শিশু সাহিত্যিকসহ বিচিত্র প্রতিভার অধিকারী কবি গোলাম মোস্তফার ১২৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় আলোচকরা বলেছেন, কবি গোলাম মোস্তফা, ফররুখ আহমদ, আহসান হাবিব ও কবি আল-মাহমুদরা শিশু-কিশোরদের নিয়ে প্রচুর কাজ করেছেন। তাই আমাদের সাহিত্য-সংস্কৃতির স্বার্থেই এ সকল কবিদের বাঁচিয়ে রাখতে হবে। পূর্বের মতো কোনো গোষ্ঠী চেতনার গণ্ডিতে কবি-সাহিত্যিকদের যেন বন্দি করা না হয়, সে বিষয়টি সতর্ক করেন তারা। বিভিন্ন আয়োজনে বরিশালের শেকড় সাহিত্য সংসদ এর উদ্যোগে রোববার (২২ ডিসেম্বর) বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সেমিনার কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
আলোচকরা বলেন- কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী সা.’ বাংলা সাহিত্যের এক অসামান্য রচনা। এর সমতুল্য ও সুন্দর রসুলচরিত বাংলা সাহিত্যে আর রচিত হয়নি। তিনি লিখেছেন, কোরানিক ঘটনার মহাকাব্য ‘বনি আদম’; যা অমিত্রাক্ষর ছন্দে রচিত। অনুবাদ সাহিত্যেও তার রয়েছে বিস্তীর্ণ সৃজনভূমি। অনুবাদকেও তিনি একান্ত আপনার করে ব্যক্ত করেছেন, মূল কবির লেখার বিষয়কে না পাল্টিয়ে। এই বিচিত্রমুখী প্রতিভার অধিকারী কবি প্রায় হারিয়েই যেতে বসেছিলেন, আমাদের প্রজন্মের মেধা আর মননের যায়গা থেকে। কী কারণ হতে পারে এই হারিয়ে যাওয়ার? আপনি যদি ভুলেও ভেবে থাকেন, তার সাহিত্য প্রতিভার ঘাটতির কারণেই তিনি মানুষের মাঝে চর্চিত হচ্ছেন না; তা হলে আপনি বোকাবনে যাবেন। সাহিত্যের সামান্য অধ্যায়নও যার আছে কবি গোলাম মোস্তফাকে পাঠ করলেই তিনি বুঝতে পারবেন, অযতনের গ্লানিটা আমাদেরই, কবির নয়। ‘হে খোদা দয়াময় রহমানু রাহিম/হে বিরাট, হে মহান, অনন্ত অসীম’ বা ‘বাদশা তুমি দীন ও দুনিয়ার হে পরোয়ার দিগার’ আবার ‘নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহম্মদ রাসুল’-এমন সুন্দর হামদ-নাতের রচয়িতাও কবি গোলাম মোস্তফা। কিশোরদের নিয়ে লেখা কবিতা, ছড়া, গল্প, উপন্যাসেও তিনি অসাধারণ অবদান রাখেন।
বিশিষ্ট সমাজসেবক, সাহিত্যানুরাগি ও শেকড় সাহিত্য সংসদের সদস্য মো. জিয়াউল হকের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি, গবেষক ও শিক্ষক বেগম ফয়জুন নাহার শেলী; আলোচক ছিলেন, শেকড় সাহিত্য সংসদের সভাপতি, শিক্ষক ও কবি নয়ন আহমেদ, শেকড় সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি আল হাফিজ, বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সমন্বয়ক ও সাংস্কৃতিক সংগঠক এস. এম. সাব্বির নেওয়াজ সাগর, জাতীয় কবিতা পরিষদ, বরিশাল শাখার সাধারণ সম্পাদক কবি জামান মনির, দৈনিক বাংলাদেশ বাণী ও মুক্তিবুলি পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দীন, বরিশাল সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আরিফুল ইসলাম, কলামিস্ট ও গবেষক মাহমুদ ইউসুফপ্রমুখ। মূল প্রবন্ধকার ছিলেন- গবেষক ও শিক্ষক কামরুন নাহার মোহনা।
এর আগে কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত ৩০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ, সকাল ১০টায় বরিশাল সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, কাশিপুর বরিশালের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবি গোলাম মোস্তফার কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ২য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা দুই বিভাগে বিভক্ত হয়ে প্রায় অর্ধশত প্রতিযোগী এই আয়োজনে অংশগ্রহণ করে। আয়োজনটিরও অংশীজন ‘শেকড় সাহিত্য সংসদ, বরিশাল’।
কবি পথিক মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে কবি গোলাম মোস্তফার হামদ, নাত ও কবিতা আবৃত্তি করা হয়। কবির ‘বনভোজন’ কবিতার সাথে অভিনয়ে অংশ নেয়, বরিশাল সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ। ‘বিশ্বনবী সা.’ থেকে অংশবিশেষ পাঠ করে শোনান, বর্ণ অ্যাকাডেমির পরিচালক, বাচিক শিল্পী মৌমিতা বিনতে মিজান। কবি গোলাম মোস্তফার হামদ পরিবেশন করেন, শিল্পী মোশারফ মুন্না। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বরিশাল সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, শিক্ষক সুদিন বৈদ্য, মো. আলামিন, ডালিয়া খানম, জয়িতা দাস, ডালিয়া খান, আরিফুর রহমান মারুফ, নাজমা আক্তার, সাংবাদিক এম. জামান, কবি সজীব তাওহিদ, কবি মৃন্ময় হাসান প্রমুখ।
© All rights reserved ©2022-2025 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply