বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেনের বিপক্ষে খেলছিলেন তিনি। খেলার মাঝেই হঠাৎ লুটিয়ে পড়েন জিয়া। পরে তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ১৯৮৭ সালে মাত্র ২১ বছর বয়সেই উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়ে ইতিহাস গড়েন নিয়াজ মোর্শেদ। কিন্তু পরবর্তী গ্র্যান্ডমাস্টার পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আরও ১৫ বছর। ২০০২ সালে জিয়াউর রহমানের হাত ধরে আসে সেই অর্জন। সেই জিয়া আজ খেলতে খেলতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
জিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) বেলা ৩টায় খেলা শুরুর পর স্বাভাবিকভাবেই খেলছিলেন জিয়া। কিন্তু বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। সেখানে থাকা অনেকেই এগিয়ে এসে তাকে তুলে ধরেন। এরপর তাকে দ্রুতই শাহবাগের ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন। কিন্তু প্রায় মিনিট বিশেক চেষ্টা করেও জিয়ার পালস খুঁজে পাচ্ছিলেন না কর্তব্যরত চিকিৎসকরা। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন জিয়া। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার আকস্মিক মৃত্যুতে শোকার ছায়া নেমে এসেছে দেশের দাবা অঙ্গনে।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের জন্ম ১৯৭৪ সালে। ১৯৯৩ সালে তিনি আন্তর্জাতিক মাস্টার খেতাব পান। এরপর নিয়াজ মোর্শেদের পর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হন জিয়া। ২০০৫ সালের অক্টোবরে তিনি বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং (২৫৭০) অর্জন করেছিলেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply