বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী ও গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টম্বর) বিকেল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষ করে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ হামলার শিকার হন।
আহতদের মধ্যে এস এম জিলানী ও তার স্ত্রী রওশন আরা রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এবং তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। যাওয়ার পথে সদর উপজলোর ঘোনাপাড়া মোড়ে আগে লাগানো আওয়ামী লীগরে ব্যানার-ফেস্টুন ছিঁড়তে থাকেন মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় নেতাকর্মীদের। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন বলেন, টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না বলেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply