বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : ভিকটিমের অপারগতায় ধামাচাপা পড়ে যাচ্ছে বরিশালের গৌরনদীর এক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। এতে ক্ষোভ ছড়িয়ে পরছে এলাকার সর্বত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজান পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জজিরা গ্রামের বাসিন্ধা ওমান প্রবাসী মো. আব্বাস সিকদার (৪৫) গত ১৪ জানুয়ারি সন্ধ্যার পরে একটি মোটর সাইকেল নিয়ে মামা বাড়ি গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে বেড়াতে আসেন। রাত পৌনে ৯টার দিকে তিনি মামা বাড়ির পাশের কুতুবপুর বাজারে গিয়ে একটি চায়ের দোকানের কোনে বসে ওমান থেকে আনা নেশা জাতীয় দ্রব্য সিসা গ্রহণ করেন। এ দৃশ্য দেখে ফেলে এলাকার কয়েকজন যুবক। এরপর তিনি মোটরসাইকেল নিয়ে মামা বাড়ির দিকে অগ্রসর হলে ওই এলাকার বাসিন্দা গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আহসান (তারেক প্যাদা) ও তার সহযোগী ইব্রাহীম খান, জুয়েল খলিফা, সুমন খান মিলে তার পথরোধ করে। একপর্যায়ে তারা নেশা করার অভিযোগে ওমান প্রবাসী ওই যুবককে মারধর করে। এরপর তারা যুবকের মানিব্যাগসহ নগদ ৪হাজার ৩শত টাকা, ৩৩ রিয়াল (ওমানী মুদ্রা), ১২ আনা ওজনের একটি স্বর্নের চেইন, ৪ আনা ওজনের একটি স্বর্নের আংটি, ৯ হাজার টাকা মুল্যের একটি হাত ঘড়ি, ৩ হাজার ৭শ টাকা মুল্যের একটি গ্যাস লাইটারসহ তার ব্যাবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এরপর তারা মোবাইল ফোন থেকে বিকাশের ক্যাশ আউট ও সেন্টমানির মাধ্যমে নগদ ২৯ হাজার টাকা উঠিয়ে নেয়। এক পর্যায়ে তারা প্রবাসী ওই যুবকের মোবাইল ও মোটরসাইকেলটি ফেরত দিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন সকালে এ খবর এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধারে যুবকের স্বজনরা নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল ফকিরসহ স্থানীয় নেতাদের দ্বারস্থ হয়। ওই নেতারা অভিযুক্ত ছাত্রদল নেতা তারেক প্যাদাকে ডেকে যুবকের টাকা ও স্বর্নালঙ্কারসহ মালামাল ফেরত দেয়ার নির্দেশ দেয়। ঘটনার একমাস অতিবাহিত হয়ে গেলেও ঘটনার সাথে জড়িত ছাত্রদল নেতা তারেক প্যাদা ও তার সহযোগীরা ওই টাকা ও মালামাল ফেরত দেয়নি।
প্রবাসী যুবক ও তার স্বজনরা পূণরায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল ফকিরসহ স্থানীয় নেতাদের দ্বারস্থ হলে তারা জানায়, তারেক আহসান (তারেক প্যাদা) অতি বেপরোয়া, সে আমাদের নির্দেশ মানছে না। আপনারা পুলিশের কাছে অভিযোগ করুন।
ঘটনার ভিকটিম ওমান প্রবাসী যুবক মো. আব্বাস সিকদার মুঠোফোনে বলেন, আমি ১৪ বছর ধরে ওমানে আছি। প্রথম দফায় ৫ বছরের প্রবাস জীবনে ২ বার দেশে এসে ২ মাস থেকেছি। এবার ৯ বছরের মাথায় ২ মাসের ছুটি নিয়ে দেশে এসেছি। যার ১ মাস চলে গেছে। ১৫ মার্চের পূর্বে আমি ওমানে ফিরে যাব। এখন পুলিশের কাছে অভিযোগ বা মামলা দিলে পরবর্তিতে প্রবাসে বসে এ মামলা আমি কি ভাবে চালাবো। এ কারনে আমি পুলিশের কাছে অভিযোগ করিনি। আমার এ অপারগতার সুযোগ নিচ্ছে ছিনতাইকারীরা। ওমান প্রবাসী আব্বাস সিকদারের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা তারেক আহসান (তারেক প্যাদা) বলেন, অভিযোগটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমরা যারা রাজনীতি করি তাদের প্রতিপক্ষ থাকেই। ওই প্রতিপক্ষরা আমার নামে মিথ্যা রটাচ্ছে।
নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল ফকির বলেন, ভিকটিমের স্বজনদের কাছ থেকে ঘটনা জানার পর আমি ছাত্রদল নেতা তারেক প্যাদা ও তার বাবা আতাহার প্যাদাকে ডেকে ছিনিয়ে নেয়া মালামাল ফেরত দিতে বলেছি। তারা ফেরত দেয়ার ওয়াদা করে গেলেও এতদিনে ফেরত দেয়নি। ফলে আমি তাদেরকে পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply