বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল অঞ্চলের কারিতাস এসডিডিবি প্রকল্পর উদ্যোগে সোমবার (১৪ নভেম্বর) সকালে গৌরনদী কারিতাস মিলনায়তনের প্রকল্পের প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সার্বিক পরিস্থিতি ও অধিকার বিষয়ে সচেতনতামূলক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা, মাহিলাড়া ফোরাম সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কালীয়া দমন গুহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সমাজ সেবা কর্মকর্তা বি.এম, আব্দুল মান্নান তুহিন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি ও আজকের পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম ।
স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি এফএও মিঃ পল রায়। বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা সম্রাট সেরাও, কারিতাসের এনিমেটর মিঃ সুনীল চন্দ্র মল্লিক, মাহিলাড়া হাপানিয়া ক্লাবের সভাপতি মোঃ সাহেব আলী শেখ, মাহিলাড়া ইউনিয়ন পরিষদেরসংরক্ষিত আসনের সদস্য নাজমা বেগম প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply