বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের গৌরনদীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী অন্দোলন সংগ্রামের রাজপথের লড়াকু যোদ্ধা সানাউল প্যাদার রাজনৈতিক ও সামাজিক ইমেজ ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে স্থানীয় এক স্বার্থান্বেষী মহল। মূলত: এলাকায় লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থনৈতিকভাবে ফায়দা লুটতে মহলটি নানান কায়দায় তথ্য সন্ত্রাসের মাধ্যমে প্রতিবাদী যুবক হিসেবে পরিচিত সানাউলের বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত রয়েছে। নিজেদের অপকর্ম ঢাকতে এবং ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে অপরাধের স্বর্গরাজ্য গড়তে চক্রটি বিএনপির জন্য নিবেদিত প্রাণ প্রতিবাদী ব্যক্তিদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজ এবং স্বৈরাচারের দোসর তকমা দিয়ে কোনঠাসা করার অপচেষ্টায় জঘন্য মিথ্যাচারের জন্ম দিয়ে আসছে। চরম মাত্রায় মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাঝে মিথ্যা পরিণত হচ্ছে সত্যে এবং সত্য হয়ে পড়ছে মিথ্যা।

খোঁজ নিয়ে জানা গেছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়ন ও আশপাশ এলাকায় এক সময়ের ভয়ঙ্কর ত্রাস হিসেবে কুখ্যাত জাকির ওরফে ঘের জাকির নতুন করে সন্ত্রাসের রাম রাজত্ব বিস্তার করতে স্বরূপে যেনো ফিরে আসছে। ছাত্র-জনতার অভুত্থানের মুখে ৫ আগষ্ট স্বৈরাচার-ফ্যাসীবাদী শাসনামলের অবসান ঘটার পরপরই বহু অন্যায়-অপকর্মের অনুঘটক ঘের জাকির প্রভাব বিস্তার করতে নতুন করে এলাকায় গড়ে তোলে এক সশস্ত্র বাহিনী। অস্ত্রধারী বাহিনী নিয়ে ঘের জাকির এলাকায় দখল সন্ত্রাসে বেপরোয়া হয়ে উঠে। ফ্যাসীবাদী সরকারের বিদায় ঘন্টা বাজাতে ছাত্র-জনতার আন্দোলনে গৌরনদী ও বরিশাল শহরের রাজপথে অংশগ্রহনকারী সানাউল প্যাদার সেচ প্রকল্প দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। বার বার সেচ প্রকল্প দখলের চেষ্টা চালিয়ে আসলেও স্থানীয় শান্তিপ্রিয় নারী-পুরুষের ঐক্যবদ্ধতার কারণে পিছু হঠতে বাধ্য হন ঘের জাকির।
অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়েও যখন সেচ প্রকল্প দখল করতে ব্যর্থ হন, তখন সেচপ্রকল্পের দায়িত্বে থাকা সানাউল প্যাদার বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে। সানাউল প্যাদাকে চাঁদাবাজ, আ’লীগার সহ নানা তকমা জুড়ে দিয়ে জনমনে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে অপপ্রচারকারী চক্রটি। এহেন মিথ্যাচারের বিরুদ্ধে এলাকার সাধারন মানুষ নিরবে ক্ষােভ প্রকাশ করে বলছেন, শান্ত এলাকায় অশান্তকর পরিস্থিতি সৃষ্টিতে ঘের জাকির ও তার সাঙ্গপাঙ্গরা মত্ত রয়েছে।

সানাউল প্যাদা অনেক আগ থেকেই বিএনপির রাজনীতি করে আসছেন। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে তার রয়েছে ব্যাপক ভূমিকা। এলাকায় জীবনবাজী রেখে বিএনপির রাজনীতি করেছেন। পাশাপাশি এলাকায় তিনি বিভিন্ন ধরণের সামাজিক কমকাণ্ডও করে আসছেন। এলাকার সাধারন মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় সানাউলের বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়ে আসছে, তারাই মূলত: সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
শান্তিকামী মানুষের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল সব ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে। মিথ্যাচার আর অপপ্রচারের বিরুদ্ধে আমাদের তাই রুখে দাঁড়াতে হবে।

স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের রাজপথের যোদ্ধা প্রতিবাদী যুবক ব্যবসায়ী সানাউল প্যাদা বলেন, অসৎ উদ্দেশ্যে আমাকে জড়িয়ে আমার বিরুদ্ধে নানান মিথ্যাচার, অপপ্রচারসহ রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য ঘের জাকির চক্রটি উঠেপড়ে লেগেছে। আমি এহেন মিথ্যাচার, অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বদলি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে বাসুদেব পাড়া কমিউনিটি ক্লিনিক তালা ঝুলিয়ে দিয়েছিল, তখন গৌরনদীর পৌরমেয়র স্বৈরাচারের দোসর হারিসুর রহমান এবং তার সহযোগীরা আমার বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র করেছিল। আমাকে এবং আমার বাবা সহ ২০০ লোককে আসামি করেছিল। এর মূল কারণ আমি আমার এলাকায় জনপ্রিয়। এবং এলাকা থেকে ১০/১৫টি গাড়িযোগে আমার নেতৃত্বে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। আবার বরিশাল থেকে দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ফিরে আসতাম। অনেকবার হামলারও চেষ্টা করেছিল আওয়ামী লীগের লোকজন। আমার বিরুদ্ধে কমিউনিটি ক্লিনিক এর ইস্যু নিয়ে মামলা করে তখন আমি কৌশলগত কারণে ২০০ লোককে রক্ষার জন্য হারিসের বাড়িতে যাই। কিন্তু এরমানে আমি হারিসের লোক হয়ে যাইনি। শুধুমাত্র এলাকার নিরীহ মানুষদের রক্ষার জন্য কৌশলের আশ্রয় নিয়েছিলাম। নিরীহ মানুষদের রক্ষা করার পর পরই আমি আবার দলীয় কর্মীদের নিয়ে স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছি। বিএনপির নিবেদিত প্রাণ সানাউল প্যাদা বলেন, ২০০১ সাল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। সেই থেকে আমার পথ চলা। আমি কখনো আন্দোলন সংগ্রাম থেকে পিছু হটি নাই।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply