বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ও ট্রাষ্ট্রের উদ্যোগে মঙ্গলবার (৯ মে) টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে ১০ম আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়। প্রতি তিন মাস অন্তর হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশনের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়। ১০ম আই ক্যাম্পের উদ্ধোধন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ।
দশম আই ক্যাম্প থেকে অপারেশনের জন্য ৫০ জনকে নির্বাচিত করে চোখে ছানি অপারেশন করা হয়েছে। এ ছাড়া তিন শত ৫ জনকে ঔষাধ ও চশমা দেয়া হয়েছে। অপারেশনের রোগীদের বরিশাল আসা যাওয়া, থাকা-খাওয়া, লেন্স বসানোসহ যাবতীয় খরচ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রে বহন করে থাকে।
উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তারের সভাপতিত্বে উদ্ধোধনী অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ হাসান, আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন আই ক্যাম্পের টেকনেশিয়ান শামীম ফেরদৌস, জেসমিন নাহার, আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সহকারী মোঃ মোফাজ্জেল হোসেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply