বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : যাত্রীবাহি পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মাহেন্দ্রা ও বাসের ৯জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ আগস্ট) বেলা দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার নামক এলাকায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মাহিন্দ্রাযাত্রী দুইজনকে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষনা করেন। নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) এবং তার শিশুপুত্র আজমাঈন মৃধা (৪)।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সাথে বিপরিতদিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রা যাত্রী মা-ছেলে নিহত হয়। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দূর্ঘটনাকবলিত পরিবহন ও মাহেন্দ্রা জব্দ করার পাশাপাশি পরিবহন চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply