বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে জোরপূর্বক সম্পত্তি দখলের পায়ঁতারায় ষাটোর্ধ্ব এক নরসুন্দরকে বেধরক পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নরসুন্দর শংকর কুমার শীল রোববার (০২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের বলেন, হামলাকারী স্থানীয় ভূমিদস্যু জালাল হাওলাদার ও তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে পাঁয়তারা চালিয়ে আসছে। একপর্যায়ে তারা সম্পত্তি দখলে নিতে ব্যর্থ হলে আমাদের চলাচলের রাস্তা কেটে ফেলেছে এবং আমাকে বেধম মারধর করেছে।
হামলায় আহত নরসুন্দর কান্না জড়িত কন্ঠে বলেন, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে নলচিড়া বাজারে সেলুনে যাওয়ার পথে বসত বাড়ির সামনে জালাল হাওলাদার ও তার পুত্র রোকন হাওলাদার সহ ৭/৮ জন সন্ত্রাসী আমাকে পিটিয়ে জখম করে। একইসঙ্গে ভূমি সন্ত্রাসীরা পরিবারের সবার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিয়ে বলে ”সম্পত্তি না দিলে দ্রুত এলাকা ছেড়ে চলে যা নচেৎ দুই লাখ টাকা চাঁদা দিবি।”
পরিবারের সদস্য কল্পনা রানী শীল জানান, সন্ত্রাসী হামলার পর নরসুন্দরকে উদ্ধার করে প্রথমে আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
নরসুন্দর শংকর কুমার শীল এর পুত্র সঞ্জীব শীল বলেন, আমরা হিন্দু সম্প্রদায় (সংখ্যালঘু) হওয়ার কারণে সন্ত্রাসীরা জোর জবরদস্তি করে সম্পত্তি দখলে নিতে আমাদের চলাচলের রাস্তা কেটে ফেলার পাশাপাশি বাবার ওপর হামলা চালিয়েছে। বর্তমানে আমরা জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছি। যে কোন সময় ওরা আমাদের পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করছি।
© All rights reserved ©2022-2025 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply