বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের গৌরনদী উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজ।
এদিকে, উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম মানিক হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল।
এর আগে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৪৬তম ওই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৫ অনুষ্ঠানের সুচনা করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যতম দাতা ও সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচ, এম রফিকুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, টরকী বন্দর বর্নিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক এম. আলম, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সরদার এম.এ গফুর, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, গৌরনদী উপজেলা বিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান্, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply