বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : গৌরনদীর নলচিড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারী মামুন সর্দারের নেতৃত্বে এক গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ মে) রাতে গৃহবধূ স্বর্নালী বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একদল সন্ত্রাসী তাকে ঘিরে মারধর করে গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টা চালায়।
পরে আশপাশের লোকজন টের পেয়ে ওই নারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দিয়েছেন।
গৃহবধূর ওপর আক্রমনের সময় তার স্বামী জালাল সর্দার ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন। অবশ্য হামলার কিছুক্ষণ পর তিনি বাড়িতে এসে পড়েন। এবং স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ স্বর্নালী বেগম ইউনিভার্সেল নিউজকে বলেন, বলেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদককারবারী সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত শাহ আলম সর্দারের পুত্র মামুন সর্দার ও তার সহযোগী এনায়েত ও মিলন হাওলাদার রাতে আমাকে একা পেয়ে নির্যাতন করে হত্যা চেষ্টা চালায়। নির্যাতনের সঙ্গে অজ্ঞাত আরো কয়েকজন রয়েছে। স্বর্নালী বলেন, আমাকে মারধরের সময় ওরা বলে তাকে এখন হত্যা করে তোর স্বামীকে ফাঁসিয়ে দিব। এই নারী বলেন, আমি এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নির্যাতিত নারীর স্বামী জালাল সর্দার প্রশাসনের আশু দৃষ্টি কামনা করে বলেন, সন্ত্রাসী হিসেবে পরিচিত মামুন সর্দার ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানাই।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply