শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় বরিশাল বিভাগে স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন। এরইমধ্যে উপকূলীয় নদী তীরবর্তী এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, গোটা বরিশাল বিভাগে তাদের ৩২ হাজার ৫২০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। যারা এরইমধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে কার্যক্রম শুরু করেছেন। সেই সঙ্গে সাইক্লোন শেল্টারে সাধারণ মানুষকে নেওয়ার জন্যও কাজ করবেন তারা।
তিনি বলেন, বিভাগে ৩ হাজার ৯৭৪টি সাইক্লোন শেল্টার এরইমধ্যে আশ্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বরিশাল জেলায় রয়েছে ৫২১টি।
অপরদিকে বরিশাল জেলায় ৩০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ২৫০ জন স্বেচ্ছাসেবক এরইমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক গোলাম কবির।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply