বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করে। মামলায় জামায়াত-শিবিরের ৩০০ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, কোতোয়ালি থানাধীন জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতাসহ পুলিশের ওপর হামলা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করা হয়। পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা করা হয়েছে। আটক ৪০ জনকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, সাঈদীর গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড় এবং ওয়াসা মোড় এলাকায় পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের বাধার মুখে চট্টগ্রামে গায়েবানা জানাজা পড়তে পারেননি তারা। পরে বেশ কয়েকজন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার তাকে পিরোজপুরে নিজের গড়া সাঈদী ফাউন্ডেশনের কবরস্থানে দাফন করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply