বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : চলে গেলেন বরিশালের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. এসএম ইকবাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, প্রবীন সাংবাদিক এসএম ইকবালের মৃত্যুতে বরিশালের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম’ এর প্রধান সম্পাদক তালুকদার মো: সোহেল এবং প্রকাশক ও সম্পাদক আহমেদ জালাল।
উল্লেখ্য, ১৯৪৪ সালের ২ সেপ্টেম্বর বরিশালের বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামের সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন এস এম ইকবাল। তাঁর বাবার নাম সৈয়দ শামসুল হুদা এবং মায়ের নাম ফরিদা বেগম।
১৯৭৩ সালে নির্বাচিত হন বরিশাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কমিশনার। ১৯৭৪ সালে দু’বার দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। ১৯৮৫ সালে তিনি বানারীপাড়া উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply