বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন সময়ে বিভিন্ন পদে চাকরী দেয়ার প্রতিশ্রুতিতে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। এরকমই একটি চক্রের সন্ধান মিলেছে। এই চক্রের ফাঁদে পড়ে অসংখ্য মানুষ সর্বস্বান্ত হয়েছে। কিন্তু অদৃশ্য শক্তির কারণে এদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এরফলে ক্রমেই বেড়ে চলছে চক্রের সদস্যদের দৌরাত্ম! চাকুরী দেয়ার কথা বলে বরিশাল শহরের এক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ লুটে নিয়েছে বাকেরগঞ্জের এক প্রতারক। তিনি ঢাকা, গাজীপুরসহ বিভিন্নস্থানে থেকে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
রাজধানীতে দিনার এয়ার কার্গো ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে বরিশাল নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা আল আমিনের পুত্র ইয়ামিন মিয়ার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে চক্রের অন্যতম সদস্য বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের সটিখোলা গ্রামের বেলায়েত আলী হাওলাদারের পুত্র সুলতান মাহমুদ। প্রতারণার সময়ে যে অফিসের ঠিকানা দিয়ে টাকা নিয়েছিলেন, সেই অফিস থেকে সুলতান চক্র লাপাত্তা হয়ে গেছেন।
রাজধানীর কাফরুল থানাধীন দিনার কার্গো ইন্টারন্যাশনাল এর এমডি’র পিএস পরিচয় দিয়ে প্রতারণা করেন সুলতান মাহমুদ। তৎকালীন অফিসের ঠিকানা : দিনার কার্গো ইন্টারন্যাশনাল, হোল্ডিং নং ১০৭, ৪র্থ তলা, সালেহা মঞ্জিল, সেনপাড়া পর্বতা।
এ বিষয়ে ইয়ামিনের পক্ষ থেকে তাঁর চাচা সেনা সার্জেন্ট (অব:) মো: সহিদুল ইসলাম রাজধানীর কাফরুল, গাজীপুরের গাছা থানা সহ বিভিন্নস্থানে মো: সুলতান মাহমুদের প্রতারণার বিষয়ে অভিযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট থানাগুলো থেকে কোন ধরণের সহযোগিতা পায়নি ভুক্তভোগী প্রতারণার শিকার চাকুরী প্রার্থীর পরিবার।
সেনা সার্জেন্ট (অব:) মো: সহিদুল ইসলাম ইউনিভার্সেল নিউজকে বলেন, প্রথমে বিকাশে ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয় অপরাধ চক্রটি। এরপর তাদের ঢাকার কাফরুল থানাধীন অফিসে বসে ৫ লাখ টাকা নেয়। তখন আমার ভাতিজা চাকুরী প্রার্থী ইয়ামিনের হাতে একটি নিয়োগপত্র ধরিয়ে দেয় প্রতারক সুলতান।
তিনি বলেন, অনলাইন বিজ্ঞাপন দেখে উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই প্রতিষ্ঠানে সুপার ভাইজার পদে ২১ হাজার টাকা বেতনে চাকুরী দেওয়ার জন্য প্রস্তাব দিলে আমার ভাতিজা সরল বিশ্বাসে সুলতান মাহমুদ নামের ব্যক্তির প্রস্তাবে রাজি হয়। এরইধারাবাহিকতায় ২০২১ সালের ১২ আগস্ট দুপুর ১টার দিকে কাফরুলের অফিসে বসে সুলতানকে নগদ ৫ লাখ টাকা দেয়। সুলতান টাকা নিয়ে আমার ভাতিজাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করেন। পরবর্তীতের চাকুরীতে যোগদানের বিষয়ে নানা তালবাহানায় সময় ক্ষেপন করে সুলতান। একপর্যায়ে উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যায় চক্রটি। এরপর সুলতানের ব্যক্তিগত সেলফোনে যোগােযাগ করে টাকা ফেরত চাইলে টাকা ফেরত দেওয়ার একাধিক তারিখ দিলেও এখন পর্যন্ত কোন টাকা দেয়নি। ইদানিং ফোনে প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা ফেরত চাইলে সুলতান ভুক্তভোগী পরিবারদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।
সূত্র জানায়, প্রতারক সুলতান যে টাকা নিয়েছে মোবাইল ফোনের সেসব কথোকথন রেকর্ডিং সংরক্ষিত আছে।
স্থানীয়সহ বিভিন্ন সূত্রের ভাষ্য, অনলাইনে বিভিন্ন ভুয়া বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রের অন্যতম সদস্য সুলতান মাহমুদ। দীর্ঘসময়ব্যাপী তিনি বরিশাল অঞ্চলসহ দেশের বিভিন্নস্থানের নারী পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ লুটে নিচ্ছে। সুলতানের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির সুটিয়াখালীতে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এলাকায়ও তিনি প্রতারক, ভণ্ড হিসেবে পরিচিত। মানুষকে ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলে অগাধ বিত্ত বৈভবের মালিক বনে গেছেন। এই সুলতান একাধিক এনআইডি তৈরি করেও কৌশলীপন্থায় বহু অপরাধের জন্ম দিচ্ছে।
সুটিয়াখালীর জনপ্রতিনিধি সাব্বির হোসেন ছবির ইউনিভার্সেল নিউজকে বলেন, সুলতান মাহমুদ নামের ওই ব্যক্তি জঘন্য। স্রেফ প্রতারক। মানুষের সঙ্গে একের পর এক প্রতারণা করে পাড় পেয়ে যাচ্ছে। তিনি বলেন, বরিশাল শহরের এক যুবককে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ব্যাপক টাকা নেওয়ার বিষয়টি আমি অবহিত। প্রতারককে গ্রামের বাড়িতে গোপনে মাঝে মাঝে এসে আবার রাজধানীতে চলে যায়।
প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখী করা দরকার। এক্ষেত্রে সমাজের সচেতনদের প্রতিবাদে এগিয়ে আসা উচিৎ বলে মন্তব্য করেন জনপ্রতিনিধি সাব্বির হোসেন ছবির।
এ প্রসঙ্গে অভিযুক্ত সুলতান মাহমুদ এর ব্যক্তিগত সেলফোনে একাধিক ডায়াল করা হলেও বন্ধ পাওয়া গেছে।
এদিকে, প্রতারক সুলতান মাহমুদের প্রতারণার বিষয়ে ভুক্তভোগী পরিবার আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply