বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চুরি যাওয়া শিল্পকর্ম নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র ১ কোটি মার্কিন ডলার মূল্যের ১ হাজার ৪০০টির বেশি শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিয়েছে। বুধবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে এই তথ্য জানানো হয়। এই প্রত্নসম্পদগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো ঐতিহাসিক ভাস্কর্য ও শিল্পকর্ম। এগুলো নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে প্রদর্শিত ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ফেরত দেওয়া উল্লেখযোগ্য বস্তুগুলোর মধ্যে একটি হলো মধ্য ভারতের খননকৃত এক বালুকাপাথরের অপ্সরা ভাস্কর্য। এটি লন্ডনে পাচার হওয়ার পর এক দাতা ব্যক্তির মাধ্যমে মিউজিয়ামে পৌঁছে যায়। এগুলো উদ্ধার হয়েছে বিভিন্ন লুটের চক্রের বিরুদ্ধে পরিচালিত তদন্তের মাধ্যমে। এসব অভিযানে কুখ্যাত প্রাচীন শিল্প পাচারকারী ন্যান্সি ওয়েইনার ও সুবাশ কাপুরের মতো ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল। সুবাশ কাপুর একজন আমেরিকান প্রাচীন জিনিসপত্র ব্যবসায়ী। বর্তমানে নিউ ইয়র্ক গ্যালারির মাধ্যমে মিলিয়ন ডলারের পাচার কার্যক্রম পরিচালনার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
কাপুরকে ২০১১ সালে জার্মানি থেকে গ্রেফতার করে ভারতের তামিলনাড়ুতে বিচারকাজের মুখোমুখি করা হয়। এদিকে ম্যানহাটনের ডিএ অফিস ২০১২ সালে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে, তিনি এখনও ভারতে কাস্টডিতে রয়েছেন। বুধবার নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেটে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রত্নসম্পদগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হয়।
গত দশকেরও বেশি সময় ধরে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অ্যান্টিকুইটিস ট্রাফিকিং ইউনিট প্রায় ৫৮০০টি প্রত্নসম্পদ উদ্ধার করেছে। এর মোট মূল্য প্রায় ৪৬০ মিলিয়ন ডলার। এই বছরের জুলাইয়ে, ভারত ও আমেরিকা সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে লুট হওয়া প্রত্নসম্পদ ফিরে পাওয়ার প্রক্রিয়া সহজ হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply