বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : সুষ্ঠু, সুশৃঙ্খল এবং জাকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বরিশাল বিভাগীয় কর্মীসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) আয়োজিত জাসাস’র অনুষ্ঠানে অংশগ্রহণ করে বরিশাল জেলা দক্ষিণ, বরিশাল জেলা উত্তর, বরিশাল মহানগর, পিরোজপুর জেলা, ঝালকাঠি জেলা শাখা।
কর্মী সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, কেন্দ্রীয় সদস্য আ: জব্বার, মাজহারুল ইসলাম পায়েল।
আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলে, সংস্কৃতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে ও সমৃদ্ধকরণে দেশপ্রেমিক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সহ জাসাসের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি জাকির হোসেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply