বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত বরিশাল’র মাসিক সভা শুক্রবার বিকেলে (২১অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজসেবক ও সাংবাদিক বেলাল আহম্মেদ শান্ত।
বক্তারা বলেন, সংগঠনের শুরু থেকেই আমরা কল্যানকর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় ‘মানুষ মানুষের জন্য’ এরকম মন্ত্রে উজ্জিবত হয়ে কাজ করে চলছি। বক্তারা বলেন, মানবের কল্যানে অবিরাম গতিতে কাজ করার লক্ষে আমাদের এগুতে হবে। সংগঠনকে গতিশীল করার লক্ষে মাসিক সভায় আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জাগ্রত বরিশাল স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা কলামিস্ট কবি জামাল আজাদ, মিজানুর রহমান, সাবিকুন্নাহার, ইতি ,খাদিজা আক্তার জহিরুল ইসলাম জহির, রোজা আক্তার, লিমা আক্তার, আবুল বাশার, সাইফুল ইসলাম, সুজয় বিশ্বাস,সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া সভায় অংশগ্রহন করেন সাংবাদিক প্রিন্স তালুকদার।
উল্লেখ্য, আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর সেগুন বাগিচায় শিশু কল্যান পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত বরিশাল’র প্রতিষ্ঠাতা, সংগঠক, সাংবাদিক বেলাল আহম্মেদ শান্তকে ‘মাদার তেরেসা’ পদকে ভুষিত করা হয়। এবং তাঁকে সেগুন বাগিচায় শিশু কল্যান পরিষদের হল রুমে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এরবাইরে বরিশাল ফরএভার লিভিং সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এ এস এম ইমামুল হাসান শামীম। বিভাগীয় তথ্য গাইড বইটির প্রকাশক জাহিদুল ইসলাম মামুন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply