বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ঝালকাঠির শেখের হাট সড়কের বাদামতলা নামক স্থান লাগোয়া আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে সড়ক ঘেঁষে মাটি কেটে পুকুর খনন করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে পরিলক্ষিত হয়, শেখের হাট সড়ক ঘেঁষে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে 5SB ইটভাটায়। মাটি কাটার ফলে সড়ক ঘেঁষে পুকুরে পরিণত হয়েছে। আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে 5SB ইটভাটায় জড়িতরা অবৈধভাবে বিভিন্নস্থান থেকে মাটি কাটছে।
স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, এরা অদৃশ্য ক্ষমতার দাপটে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নিচ্ছে। আবার জমির মালিকরা নগদ টাকার লোভে ইটভাটায় মাটি বিক্রি করছেন।
শেখেরহাট সড়ক ঘেঁষে মাটি কেটে পুকুর খনন প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মন্ডল বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply